৭ সেপ্টেম্বর শনিবার সকালে মধুপুরের জলছত্র শান্তি নিকেতনে এ্যাডভোকেসী সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইপিডিএসের সভাপতি মি. সঞ্জীব দ্রং, অরণখোলা ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি মি. ইউজিন নকরেক, বৃহত্তর ময়মনসিংহ আদিবাসী কালচারাল ডেভলপমেন্ট কাউন্সিলের সভাপতি মি. অজয় এ মৃ, জলছত্র কর্পোস খ্রীষ্টি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা মিসেস মারীয়া চিরান, আইপিডিএস মধুপুরের প্রোগ্রাম অফিসার মিঠুন জাম্বিল, প্রজেক্ট কো-অর্ডিনেটর তুলি লাবণ্য ¤ªs প্রমূখ।

সভায় প্রকল্পের উদ্দেশ্য,লক্ষ্য তোলে ধরেন আইপিডিএসের সভাপতি মি. সঞ্জীব দ্রং ও প্রজেক্ট কো-অর্ডিনেটর তুলি লাবণ্য ¤ªs । সভায় মধুপুর গড়াঞ্চলের বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।