আদিবাসীদের মানবাধিকার, ভূমি ও সংস্কৃতির অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
কুলাউড়া IPDS অফিস হলরুমে আদিবাসীদের মানবাধিকার, ভূমি ও সংস্কৃতির অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। মিঃ মিন্টু দেশোয়ারা, সাংবাদিক ডেইলি স্টার, মিঃ অরিজেন খংলা, PC এবং মিঃ লিটন ম্রং, F&A প্রশিক্ষণে প্রশিক্ষণসহায়ক হিসাবে উপস্থিত ছিলেন। পুন্জীর মন্এী, যুবক যুবতী, নারী সংগঠনের প্রতিনিধি এবং ভিলেজ কমিটির প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণকারী হিসাবে উপস্থিত ছিলেন। এটি IPDS – MJFEPR Project এর আওতাধীন।