ipds_news

IPDS forms a human chain

IPDS  forms a human chain in front of Bangladesh National Museum in the capital dated at 10th November protesting the two deaths in Sunday’s clash between police, labourers and Santal community people in Shahebganj of Gaibandha’s Gobindaganj over a land

READ MORE
ipds_news

সাঁওতালদের উচ্ছেদের ঘটনা গণহত্যার শামিল: সুলতানা কামাল

রাজধানীতে আদিবাসী ও নাগরিক অধিকার নিয়ে কাজ করা তিনটি সংগঠনের যৌথ এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

সেনানিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এই উপদেষ্টা বলেন, “গাইবান্ধার বাগদাফার্ম এলাকায় যা ঘটেছে, তার নিন্দা জানানোর ভাষাও আমাদের নেই। এরকম একটির পর একটি নিষ্ঠুর, অমানুষিক, অমানবিক ঘটনা দেখে আমাদের শিওরে ওঠা ছাড়া কিছুই করার থাকছে না।

‘একাত্তরের গণহত্যারীদের পাশে সরকারের নাম লেখা হয়ে যাবে’ বলে সতর্ক করে দিয়ে তিনি বলেন, তারা একটি জনগোষ্ঠীকে তাদের জায়গা থেকে উচ্ছেদ করতে উদ্দেশ্যমূলকভাবে হত্যা, লুট ও অগ্নিসংযোগসহ সব রকমের উপায় ব্যবহার করেছে, যা ‘গণহত্যার সংজ্ঞার সঙ্গে সম্পূর্ণভাবে’ মিলে যায়।

“সরকারই ঘোষণা দিয়ে দিয়েছে- এদেশে আদিবাসী বলে কিছু নেই। এখন তারা নিজেদের কথার সত্যতা প্রমাণ করতে উঠেপড়ে লেগেছে। যেভাবেই হোক তারা দেশটাকে আদিবাসীহীন করতে চাচ্ছে।”

গত ৬ নভেম্বর গোবিন্দগঞ্জ উপজেলার রংপুর চিনিকলের জমির দখলকে কেন্দ্র করে পুলিশ ও চিনিকল শ্রমিক কর্মচারিদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত তিন সাঁওতালের মৃত্যুর খবর পাওয়া গেছে।

তবে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সংবাদ সম্মেলন থেকে ওই ঘটনায় চারজন সাঁওতাল নিহত হয়েছেন বলে দাবি করা হয়। পাশাপাশি ২০ জনের বেশি আদিবাসী নারী-পুরুষ আহত ও বেশি কিছু নিখোঁজ থাকার কথা বলা হয়।

বাংলাদেশ আদিবাসী ফোরাম, জাতীয় আদিবাসী পরিষদ ও নাগরিক সমাজের সম্মিলত দাবির প্রতি সমর্থন জানিয়ে কয়েকজন বিশিষ্ট নাগরিক সংবাদ সম্মেলন বক্তব্য দেন। তারা সবাই বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন।

নাগরিক ঐক্যের সভাপতি ও আদিবাসীদের অধিকার আন্দোলনের নেতা পঙ্কজ ভট্টাচার্য বলেন, “গাইবান্ধায় যা ঘটেছে তা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গণহত্যা, অগ্নিসংযোগ এবং হত্যকাণ্ড। ওই এলাকার সংসদ সদস্যের হাতে রক্তের দাগ আছে, একাধিক হত্যাকাণ্ডের সাথে সে জড়িত, তার বিচার হয়নি।”

ওই এলাকার (গাইবান্ধা-৪) আওয়ামী লীগের সাংসদ আবুল কালাম আজাদ ও গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আলম বুলবুলের নেতৃত্বে সাঁওতালদের বাড়িঘরে আগুন দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তবে শাকিল আলম ওই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন জানালেও ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেন।

আর সাংসদ আবুল কালাম আজাদ বলেছেন, তিনি ঘটনার সময় গাইবান্ধায় ছিলেন না। তাকে ফাঁসাতে একটি মহল তার বিরুদ্ধে উদ্দেশ্যমূলক প্রচার করেছে।

পঙ্কজ ভট্টাচার্য সাংবাদিকদের বলেন, “গণহত্যার দায়ে এদের বিশেষ ট্রাইব্যুনালে বিচার হওয়া উচিত। যখন রাষ্ট্র দুর্বৃত্তের হাতে চলে যায়, তখন বিচার বিভাগ ছাড়া আমাদের উপায় থাকে না। তাই আমরা বিচার বিভাগীয় তদন্তের দাবি করছি।”

সংবাদ সম্মেলনে কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, “কয়েকদিন আগে নাসিরনগরে যা ঘটলো তা বর্বরতার চরমতম নিদর্শন। এ নিয়ে নানা রকমের বাদ-প্রতিবাদ করতে করতেই আরেকটি ঘটনা।

“পাকিস্তানি বাহিনীর সাথে যেরকম রাজাকার, আলবদর থাকতো তেমনি পুলিশের সাথে এখন ছাত্র-যুব বাহিনী দেখা যায়।”

আর এসব সহযোগী বাহিনীকে সাথে নিয়ে পুলিশ ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’ করছে বলে মন্তব্য করেন তিনি।

“স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ হলো ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে এসব জায়গায় ছুটে যাওয়া। সেটা না করে তিনি একই কথা বলে চলেছেন- ‘কাউকেই ছাড় দেওয়া হবে না’। তিনি কারে ছাড় দেন, আর কারে ধরে রাখেন সেটাই আমরা বুঝি না।”

সংবাদ সম্মেলন থেকে ঘটনা বিচার বিভাগীয় তদন্ত ছাড়াও আরও পাঁচটি দাবি উত্থাপন করা হয়। এসব দাবির মধ্যে রয়েছে দায়ীদের আইনের আওতায় এনে বিচার করা, হতাহত, ক্ষতিগ্রস্তদের পারিবারিক ক্ষতিপূরণ ও নিজ ভূমিতে আদিবাসীদের বসবাসের নিশ্চয়তা, ঘটনার জন্য দায়ী প্রশাসনকে অবিলম্বে প্রত্যাহার ও মিল কর্তৃপক্ষের দুর্নীতি তদন্ত করে বিচারের আওতায় আনা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সাংগঠনিক সম্পাদক শক্তিপদ ত্রিপুরা, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা কাজল দেবনাথ বক্তব্য রাখেন।

আগামী রোববার বিশিষ্ট নাগরিকদের সমন্বয়ে একটি প্রতিনিধ দল ঘটনাস্থল পরিদর্শনে যাবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

READ MORE
ipds_news

IPDS has organized a National Seminar on the Rights of the Indigenous Human Rights Defenders at CBCB Centre, Dhaka

IPDS has organized a National Seminar on the Rights of the Indigenous Human Rights Defenders dated 26th November at CBCB Centre, Dhaka. The Chairman of National Human Rights Commission Kazi Reazul Haque attended the seminar as chief guest. More than hundreds of IP human rights defenders and youths from different parts of the country were also attended the seminar.

READ MORE
ipds_news

সাঁওতালপল্লীতে আগুন : আল-জাজিরার ভিডিও নিয়ে সোশাল মিডিয়ায় তোলপাড়

গাইবান্ধার গোবিন্দগঞ্জের রংপুর চিনিকলের সাহেবগঞ্জ ইক্ষু খামারে ৬ নভেম্বর সাঁওতালপল্লীতে আগুন দেওয়ার এক ভিডিও নিয়ে সোশাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়েছে। এই ভিডিওটি সর্বপ্রথম প্রকাশ করে আল-জাজিরা। এরপরই এই ভিডিওটি ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায়। ভিডিওটিতে দেখা গেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে ইক্ষু খামারের জমি থেকে সাঁওতালদের বসতি উচ্ছেদ করে। এ সময় তাদের বসতঘরগুলো আগুনে পুড়িয়ে দেওয়া হয়। পুলিশ সদস্যরাই এসব বসতিতে আগুন দিয়েছিল বলে প্রথম থেকেই অভিযোগ করছেন সাঁওতালরা। এই ভিডিওতে পুলিশ সদস্যদের এসব বাড়িঘরে আগুন লাগাতে দেখা গেছে। তবে পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে। এই উচ্ছেদ অভিযানের সময় পুলিশ ও চিনিকল শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষে তিন সাঁওতাল মারা যান। গুলিবিদ্ধ হন আরও চারজন। সাঁওতালদের ছোড়া তীরে আহত হন ৯ পুলিশ।

আল-জাজিরার ২ মিনিট ২১ সেকেন্ডের ভিডিওর প্রথমে দেখা গেছে, পুলিশ সদস্যরা রাস্তা ধরে সাঁওতালদের বসতির দিকে এগিয়ে যাচ্ছেন। প্রথম ২০ সেকেন্ড পর দেখা যায় সাঁওতালদের বাড়ির সামনে গিয়ে কয়েকজন পুলিশ সদস্য কাঁদানে গ্যাস ও গুলি ছুড়ছেন। পোশাক পরিহিত পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন। তাদের গায়ে বুলেটপ্রুফ জ্যাকেট দেখা গেছে। ভিডিওর ৩৫ সেকেন্ডের দিকে দেখা যায় এক পুলিশ সদস্য একটি কুঁড়েঘরের খড়ে লাইটার জ্বেলে আগুন লাগানোর চেষ্টা করছেন। কিন্তু, লাইটার দিয়ে আগুন লাগাতে পুরোপুরি সফল না হওয়ায় তাকে সাহায্য করতে গোলাপি টি-শার্ট পরা আরেক ব্যক্তি এগিয়ে যান এবং দেশলাই জ্বালিয়ে সাঁওতালদের ঘরে আগুন লাগিয়ে দেন। ভিডিওতে ২ মিনিট ৩০ সেকেন্ডের দিকে দেখা যায়, সাঁওতালদের বসতিতে আগুন লাগলেও তা নেভানোর চেষ্টা করছেন না কেউ। তাদের সামনেই ঘরগুলো আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ৩ মিনিট ২৮ সেকেন্ডের দিকে দেখা যায়, আগুনে দাউদাউ করে পুড়ছে অনেকগুলো ঘর।

এদিকে সাঁওতালদের উচ্ছেদ অভিযান প্রসঙ্গে গোবিন্দগঞ্জ থানার ওসি সুব্রত সরকারকে প্রশ্ন করা হলে তিনি বলেন, পরিস্থিতি এখন স্বাভাবিক। সে দিন থানা পুলিশ, জেলা পুলিশ, র‌্যাব সবাই ওই অভিযানে অংশ নিয়েছিল। আগুন নেভোনোর জন্য ফায়ার সার্ভিস খবর দেওয়া হয়েছিল। কিন্তু তারা আসার আগেই সব পুড়ে যায়। পুলিশ সদস্যরা আগুন দিয়েছে এমন অভিযোগ প্রসঙ্গে সুব্রত সরকার বলেন, পুলিশ আগুন দিয়েছে- এর কোনো সত্যতা পাওয়া যায়নি।

অপরদিকে, হামলা, অগ্নিসংযোগ, লুট ও উচ্ছেদ ঘটনায় ১৬ নভেম্বর স্বপন মুরমু নামে এক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্য বাদী হয়ে ৬০০ জনকে অজ্ঞাত আসামি দেখিয়ে সাঁওতালদের পক্ষে মামলা করেন। এ মামলায় মোট ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে সাঁওতালদের দাবি, তারা স্বপন নামে কাউকে চেনে না।

এ ছাড়া ২৬ নভেম্বর দুপুরে সাঁওতালদের পক্ষে ক্ষতিগ্রস্ত থোমাস হেমরম বাদী হয়ে স্থানীয় এমপি, ইউএনও ও ইউপি চেয়ারম্যানসহ ৩৩ জনের নাম উল্লেখ করে এবং ৫০০-৬০০ জনকে অজ্ঞাত দেখিয়ে থানায় একটি এজাহার দাখিল করেন। এটি এখনও তদন্তাধীন আছে।

এ প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেন, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও গোবিন্দগঞ্জের ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ রকম ঘটনায় যারা যুক্ত ছিলেন তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনা হবে। তাদেরকে দৃষ্টান্তমূলক সাজা দিতে হবে।

READ MORE
ipds_news

Celebration of International Day of the World’s Indigenous Peoples 2018

Bangladesh Indigenous peoples Forum has observed UN International Day of the World’s Indigenous Peoples 2018 on in a befitting manner at national level in Dhaka. The programme was begun on 6 August and ended on 9 August. More than three thousand indigenous representatives from the Chittagong Hill Tracts, Greater Sylhet and Mymensingh, North-Bengal, Coastal area, Gazipur National Park area and other parts of the country were present in the events like press conference, seminars and dialogue meeting, grand rally and cultural programmes. Members of majority Bengali community have also attended the events.

The Adivasi Day has also been observed in the Chittagong, Chittagong Hill Tracts, Cox’s bazar, North Bengal, Mymensingh, Modhupur, Joypurhat, Gazipur, Sherpur, Moulvibazar, Khulna, Borgona and in some remote places where indigenous peoples live. This is the impact of Adivasi Forum’s activities at national level for the last 17 years.

Keeping the Day at the front, also this time, the Bangladesh Indigenous Peoples’ Forum and other organizations have undertaken various programs. The followings are, among others:

  • 7 August: day-long program of Parliamentary Caucus on Indigenous Peoples at BICC media conference hall;
  • 8 August: Seminar on the main theme of International Day of the World’s Indigenous Peoples organized by ALRD and other organizations jointly at CIRDAP auditorium;
  • 9 August: 10:00 a.m. the main event of the Bangladesh Indigenous Peoples’ Forum at Central Shahid Minar. The function contains gathering, rally and cultural display. The occasion inaugurated by Sultana Kamal, former Advisor to the Caretaker Government and graced as the Chief Guest by Hasanul Haque Inu, MP and Honorable Minister, Ministry of Information. Besides, eminent citizens of the country were present and expressed their solidarity. On same day MJF organized a drawing competition and a seminar followed by cultural display on ‘Violence Against Indigenous Women: Role of Media’ at Bangla Academy Auditorium, Shahabag, Dhaka

The national media including TV channels and radio have covered the programme very well.

6 August – Press Conference at National Level

Prior to the UN International Day of the World’s Indigenous Peoples 2018, a press conference was held at Hotel Sundarban, Dhaka. On the occasion Bangladesh Indigenous Peoples’ Forum calls for:

  1. Introduction of Indigenous Peoples’ Rights Protection Act in order to stop all forms of suppression and oppression upon the indigenous peoples;
  2. Adoption of measures to stop forcible migration of the indigenous peoples while putting an end to the human rights violation of indigenous peoples;
  3. Undertaking of special measure for socio-economic development of indigenous peoples and to accommodate special grants for the indigenous peoples in the national budget;
  4. Proper implementation of the CHT Accord with immediate effect and to that end to declare a time-line-based Work Plan or Road Map. Putting the Land Commission Act in place with immediate affect;
  5. Endorsement and implementation of the UN Declaration on the Rights of Indigenous Peoples 2007 and implementation of ILO Convention 107 and ratification of ILO Convention 169.
  6. Formation of Land Commission for the indigenous peoples living in the plains. Cancellation of Reserve Forest declared in the lands of Garo in Madhupur and in lands of Koch indigenous peoples;
  7. Assertion of land rights of the Khasi indigenous people in Jhimai and Khasi Punji of Moulavibazaar and cancellation of lease of tea estate.
  8. Adoption of special measures for security of the indigenous women and gilrs and having complete investigation on the incidents of human rights violations (such as, rape, gang rape, abduction, arbitrary torture, etc.) and bringing under exemplary punishment of all the perpetrators responsible for such heinous mischiefs.

The national media including TV channels have covered the programme very well.

7 August: Day-long high level policy dialogue on Bangladesh Indigenous Peoples Rights Act (BIPRA) by the Parliamentary Caucus on Indigenous Peoples at BICC media conference hall, Dhaka

A day long programme was organized by the Parliamentary Caucus on Indigenous Peoples at BICC media conference hall on 7 August. In the dialogue programme Mr. Fazle Hossain Badsha, Convenor of the Caucus presided over where Prof. Dr. Mesbah Kamal, technocrat member of the caucus presented a keynote paper. 9 members of parliament from different political parties including Awamiligue were attended. Mr. Sanjeeb Drong, secretary general of Bangladesh Indigenous Peoples Forum, representative from UNDP were also spook in the programme. The speakers of the programme were emphasized on the rights of the indigenous peoples. They drew attention of the government to enact the Bangladesh Indigenous Peoples Rights Act (BIPRA) in parliament, implement the CHT accord and form a separate land commission for the plain land indigenous peoples.

 8 August: Seminar on land rights of indigenous peoples by over 15 civil society organizations at CIRDAP Auditorium and Candle light vigil and cultural program by Garo Student Union (GASU)

On the occasion of International Adivasi Day a seminar was organised by seventeen  human rights based organizations including BIPF, ALRD, ASK, TIB, BLAST, Kapaeeng Foundation, Maleya Foundation, Nijera Kori, Jatiya Adivasi Parishad, CCDB, URBAN, HDRC, CARITAS and BELA. Mr. Sanjeeb Drong presented the key note papers in the seminar. Sultana Kamal chaired the seminar Prof. Dr. Amena Mohosin, Khusi Kabir, Rani Yen Yen, Prof. Robayet Ferdous, Professor of Dhaka University, Adv. Rana Dasgupta, Rabindranath Soren and others were as panel discussants of the seminar. The land problem of indigenous peoples is highly discussed.

Garo Student Union organized a candle light vigil programme on 8th August at Sheed Minar. Indigenous leaders, rights activists, university teachers, civil society members and others were attend the program.

UN International Day of the World’s Indigenous Peoples on 9 August, 2018

Inauguration, discussion, rally and cultural programme

Bangladesh Indigenous Peoples Forum has celebrated the UN International day of the World’s Indigenous Peoples 2018 on 9 August at

Central Sheed Minar in Dhaka. An inaugural session and discussion meeting of World’s Indigenous Peoples Day was held at Shaheed Minar. Eminent human rights activist and the former adviser to the care taker government Sultana  Kamal inaugurated the event. Hasanul Haq Inu, Honorable Minister, Ministry of Information was present as chief guest on the discussion meeting.

Jyotirindra Bodhipriya Larma president of Bangladesh Indigenous Peoples Forum and chairmen of CHT Regional Council presided over the event.

Many intellectuals, professors, writers, journalists, political leaders, Member of Parliament, leaders from indigenous communities and organizations, social and cultural activists, and women leaders were present there.

The mainstream people leaders and civil society members have made their speeches with support for indigenous peoples. Indigenous leaders urged the government to protect forceful migration and implement the Rights of Indigenous Peoples. The speakers also demanded for establishing a separate land Commission for plain land Adivasis, implement CHT peace accord and adopt Indigenous Peoples Rights Act.

During the event, National Anthem and Indigenous songs had been performed by Madal. People from all walks of life joined in the rally at Shaheed Minar. BIPF has published a souvenir named Sanghati (Solidarity) and poster marking the Day. More than 25 indige

nous people’s organizations and representatives from different regions of the country gathered at programme with colorful banners and festoons focusing demands of implementing the rights of indigenous people. More than four thousand indigenous and other people attended the programme.

On same day MJF organized a drawing competition and a seminar followed by cultural display on ‘Violence Against Indigenous Women: Role of Media’ at Bangla Academy Auditorium, Shahabag, Dhaka. Jyotirindra Bodhipriya Larma president of Bangladesh Indigenous Peoples Forum and chairmen of CHT Regional Council was chief guest where Prof. Dr. Jubaida Nasrin Kona presented a key note paper. Prof. Dr. Ainon Nahar, Mr. Sanjeeb Drong among other spook in the seminar. Ms. Shaheen Anam, Executive Director of MJF presided over the session and after the seminar displayed a pleasant indi

genous cultural shows. The media has highly covered the programme, including TV channels. TV talk show was held in different TV channels. The celebration of the International Day of the World’s Indigenous Peoples ended at 2:00 P.M. In many places in the country, the Day was observed.

The impact of Adivasi Day 2018

The celebration of International Day of the World’s Indigenous Peoples 2018 has proved that indigenous peoples’ existence is a reality in Bangladesh and they have the rights as citizens and peoples.  The national level programmes have focused on fundamental human rights including civil and political rights, economic, social and cultural rights. It has highly emphasized on the UN Declaration on the Rights of Indigenous Peoples (UNDRIP) which covers the right to self-determination, land rights and rights to forest and resources, education and culture, livelihood, migration and wide ranges of indigenous peoples survival and existing points. A leaflet was distributed widely. The Adivasi Day has a great impact on non-indigenous majority community on indigenous issues. Hundreds of people from Bengali community attended the programme and extended their solidarity and support. Media including newspapers and television and radio have covered the programmes and it was the lead news in some cases. TV talk show and special programmes have been broadcasted. The Day has a big role in making and strengthening relationship and partners

hip among indigenous peoples in the CHT and plain land. It has played a vital role in building solidarity between Bengalis and indigenous peoples. The Day has gathered a good numbers of human rights activists, social and cultural activists, indigenous rights defenders and youth and students in one platform to raise voices together.

The Adivasi Day has promoted the ethnic, cultural and linguistic diversity of the country. It has a message for development and peace in the society.

The publications like Souvenir 2018, colorful posters and books will be used as advocacy tools for indigenous rights.

READ MORE
Desert

Poor Children Donation

Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit, sed diam nonummy nibh euismod tincid unt ut laoreet dolore. Ut wisi enim ad minim veniam, quis nostrud exerci tation ullamcorper suscipit lobortis nisl ut aliquip ex ea commodo consequat. Duis autem vel eum iriure dolor in hendrerit in vulputate velit esse molestie consequat, vel illum dolore eu feugiat nulla facilisis at vero eros et accumsan et iusto odio dignissim qui blandit praesent luptatum zzril delenit augue duis dolore te feugait nulla facilisi.

READ MORE
Children

Water Problem in Africa

Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit, sed diam nonummy nibh euismod tincid unt ut laoreet dolore. Ut wisi enim ad minim veniam, quis nostrud exerci tation ullamcorper suscipit lobortis nisl ut aliquip ex ea commodo consequat. Duis autem vel eum iriure dolor in hendrerit in vulputate velit esse molestie consequat, vel illum dolore eu feugiat nulla facilisis at vero eros et accumsan et iusto odio dignissim qui blandit praesent luptatum zzril delenit augue duis dolore te feugait nulla facilisi.

READ MORE
Africa

Creative Green Solutions

Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit, sed diam nonummy nibh euismod tincid unt ut laoreet dolore. Ut wisi enim ad minim veniam, quis nostrud exerci tation ullamcorper suscipit lobortis nisl ut aliquip ex ea commodo consequat. Duis autem vel eum iriure dolor in hendrerit in vulputate velit esse molestie consequat, vel illum dolore eu feugiat nulla facilisis at vero eros et accumsan et iusto odio dignissim qui blandit praesent luptatum zzril delenit augue duis dolore te feugait nulla facilisi.

READ MORE