ipds_news

Training for Bangladesh Cha Sramik Union Leaders on Wages

With the support of International Labour Organization-ILO, IPDS conducted a training for Bangladesh Cha Sramik Union Leaders on Wages, Collective Bargaining and Negotiation skills for Decent Work in Tea Sector. The Training was held on 07-10 March, 2020 at The Hotel Grand Sultan & Tea Resort. All the DCSU central leaders and Valley leaders were participated in this training.

READ MORE
ipds_news

কুলাউড়া IPDS অফিস হলরুমে আদিবাসীদের মানবাধিকার, ভূমি ও সংস্কৃতির অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। মিঃ মিন্টু দেশোয়ারা, সাংবাদিক ডেইলি স্টার, মিঃ অরিজেন খংলা, PC এবং মিঃ লিটন ম্রং, F&A প্রশিক্ষণে প্রশিক্ষণসহায়ক হিসাবে উপস্থিত ছিলেন। পুন্জীর মন্এী, যুবক যুবতী, নারী সংগঠনের প্রতিনিধি এবং ভিলেজ কমিটির প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণকারী হিসাবে উপস্থিত ছিলেন। এটি IPDS – MJFEPR Project এর আওতাধীন।

IPDS with the support of ActionAid Bangladesh implementing a project titled ‘Young People Promoting Social Cohesion and Peace’. The youth led Peace Network has launched in the Teachers Lounge, TSC, university of Dhaka.

READ MORE
ipds_news

আদিবাসীদের মানবাধিকার, ভূমি ও সংস্কৃতির অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

কুলাউড়া IPDS অফিস হলরুমে আদিবাসীদের মানবাধিকার, ভূমি ও সংস্কৃতির অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। মিঃ মিন্টু দেশোয়ারা, সাংবাদিক ডেইলি স্টার, মিঃ অরিজেন খংলা, PC এবং মিঃ লিটন ম্রং, F&A প্রশিক্ষণে প্রশিক্ষণসহায়ক হিসাবে উপস্থিত ছিলেন। পুন্জীর মন্এী, যুবক যুবতী, নারী সংগঠনের প্রতিনিধি এবং ভিলেজ কমিটির প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণকারী হিসাবে উপস্থিত ছিলেন। এটি IPDS – MJFEPR Project এর আওতাধীন।

READ MORE
ipds_news

টাঙ্গাইলের মধুপুরে আইপিডিএস এর প্রকল্পের এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।

৭ সেপ্টেম্বর শনিবার সকালে মধুপুরের জলছত্র শান্তি নিকেতনে এ্যাডভোকেসী সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইপিডিএসের সভাপতি মি. সঞ্জীব দ্রং, অরণখোলা ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি মি. ইউজিন নকরেক, বৃহত্তর ময়মনসিংহ আদিবাসী কালচারাল ডেভলপমেন্ট কাউন্সিলের সভাপতি মি. অজয় এ মৃ, জলছত্র কর্পোস খ্রীষ্টি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা মিসেস মারীয়া চিরান, আইপিডিএস মধুপুরের প্রোগ্রাম অফিসার মিঠুন জাম্বিল, প্রজেক্ট কো-অর্ডিনেটর তুলি লাবণ্য ¤ªs প্রমূখ।

সভায় প্রকল্পের উদ্দেশ্য,লক্ষ্য তোলে ধরেন আইপিডিএসের সভাপতি মি. সঞ্জীব দ্রং ও প্রজেক্ট কো-অর্ডিনেটর তুলি লাবণ্য ¤ªs । সভায় মধুপুর গড়াঞ্চলের বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

READ MORE
ipds_news

বড়লেখায় নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা নিয়ে অবহিতকরণ সভা

নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর জন্য শুধু সভা-সেমিনার করলে হবে না। মাঠ পর্যায়ে তাদের জন্য কাজ করতে হবে। তাদের সংস্কৃতি-ঐতিহ্যকে লালন ও বিকাশের সুযোগ তৈরি করে দিতে হবে।

বাংলাদেশের নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা ও উন্নতকরণ প্রকল্প শীর্ষক প্রকল্প অবহিতকরণ সভায় আলোচকরা উপরোক্ত কথা বলেন।

বুধবার (১৯ জুন) দুপুরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে মানুষের জন্য ফাউন্ডেশন ও ইউকে এইডের সহযোগিতায় এ সভার আয়োজন করে আদিবাসীদের নিয়ে কর্মরত সংগঠন ইন্ডিজেনাস পিপলস ডেভলপমেন্ট সার্ভিসেস (আইপিডিএস)।

এতে সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরান। আইপিডিএসের কর্মসূচি সহায়ক জেসলিনা প:লংয়ের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সোয়েব আহমদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. তাজ উদ্দিন।

স্বাগত বক্তব্য রাখেন আইপিডিএসের প্রকল্প সমন্বয়কারী অরিজেন খংলা। শুভেচ্ছা বক্তব্য রাখেন মানুষের জন্য ফাউন্ডেশনের কর্মসূচি ব্যবস্থাপক জাহেদ হাসান।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন, বড়লেখা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজ উদ্দিন, সমবায় কর্মকর্তা শফিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, সমাজসেবা কর্মকর্তা জুয়েল আহমদ, ডিমাই মিশনের শিক্ষক ফাদার দীপক, ৭ নম্বর খাসিয়াপুঞ্জির সহকারী পুঞ্জিপ্রধান ইলিয়াছ বারে, আদিবাসী শিক্ষার্থী পারমিশন লামিম প্রমুখ।

প্রধান অতিথি বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সোয়েব আহমদ তাঁর বক্তব্যে বলেন, ‘পান পুঞ্জিগুলো অনেক পুরাতন। যুগ যুগ ধরে, শত বছর ধরে, তারা এখানে বসবাস করছে। চা বাগানগুলো তাদের হুমকির মধ্যে রাখে। চাপে রাখে।বিভিন্ন আদিবাসী পুঞ্জির সাথে চা-বাগানের জমিজমা নিয়ে বিরোধ রয়েছে। তাদের স্বীকৃতি দিতে চায় না। তাদের আবাসস্থলে যদি তারা জায়গা না পায় যাবে কোথায়? তাদের সহযোগিতা দরকার। আমি সবার সাথে আলাপ-আলোচনা করে চেষ্টা করবো এসকল বিরোধ মিটমাট করার। নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নেও প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।’

READ MORE